মুক্তিযুদ্ধের সত্যকে কখনো মোছা যাবে না : বিসিসি’র স্মৃতিচারণে

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের সত্যাকে কখনো মোছা যাবে না। এ সত্য চিরন্তন, চিরউজ্জল ইতিহাসের পাতায় গেঁথে রয়েছে এবং থাকবে। এসময় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের অবদানের কথাও স্মরণ করেন বক্তারা।
শনিবার (৫ মার্চ) বিকেল ৫ টায় বরিশাল নগরীর নির্যাতন কেন্দ্র বধ্যভুমিতে বরিশাল সিটি করপোরেশন আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিবিদ ও সংস্কৃতিজনদের উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তরা আরো বলেছেন, মুক্তিযুদ্ধের দলিল নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। তাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদজ্জীবিত করতে হবে। অপশক্তির বিরুদ্ধে একত্রিত হয়ে রুখে দাঁরিয়ে সুস্থ রাজনীতিরচর্চা আহ্বান জানান রাজনীতিকবিদরা।
অনুষ্ঠানে সুজয় সেন ও রাখী সয়ন্তনীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরানিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলু, বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক মহিউদ্দিন মানিক, মুক্তিযোদ্ধা দিলীপ কুমার দাস পুতুল, অধ্যক্ষ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ মোস্তফা কামাল, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্বাস উদ্দীন, সাংস্কৃতিজন ও মুক্তিযোদ্ধা কাজল ঘোষ, সাংস্কৃতিজন সৈয়দ দুলাল, , মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিঠুন সাহা, বরিশাল জেলা যুব লীগের সভাপতি জাকির হোসেন প্রমুখ।